
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার বড় শাস্তি পেলেন শ্রীলঙ্কান তিন ক্রিকেটার কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকওয়েলা।
কুশল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকাকে দুই বছরের জন্য এবং নিরোশান ডিকওয়েলাকে ১৮ মাসের জন্য নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
মূলত গত জুনে ইংল্যান্ড সফরে জৈব সুরক্ষা বলয় ভেঙ্গে বাইরে ঘুরাঘুরি এবং ধুময়ান করেন মেন্ডিস ও ডিকওয়েলা। তাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
সিরিজের মাঝপথেই তাদের দেশে ফিরিয়ে আনা হয়। এরপর এই তিন ক্রিকেটারকে কারণ দর্শানোর নোটিশ ও চার্জশিট জারি করেছিল এসএলসি। আজ শুনানি শেষে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।