
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চার বছর পর বাংলাদেশ সফরে এলো অজিরা। আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে এই সিরিজ।
করোনাকালীন সময়ে মাঠে বসে খেলা দেখার সুযোগ নেই দর্শকদের। ঘরে বসেই এই সিরিজ উপভোগ করতে হবে ভক্তদের। আসন্ন এই সিরিজ সরাসরি সম্প্রচার করবে দুই বাংলাদেশি চ্যানেল।
দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস এবং গাজী টেলিভিশনে সরাসরি দেখতে পারবেন বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ। এছাড়াও র্যাবিটহোল স্পোর্টসের ওয়েবসাইটেও ম্যাচগুলো দেখা যাবে।
বাংলাদেশে এসে তিনদিনের কোয়ারেন্টাইন শেষ করে আগামী ১ আগস্ট থেকে অনুশীলন করবে অজিরা। আগামী ৩ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুইদল।
সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচই মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।