
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল কিনেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালস।
সিপিএলের দল বার্বাডোজ ট্রাইডেন্টসের সিংহভাগ মালিকানা কিনে নিয়েছে ইএম স্পোর্টিং হোল্ডিংসের অধীনস্থ রয়্যালস স্পোর্টস গ্রুপ। আগামী আসর থেকে বার্বাডোজ রয়্যালস নামে মাঠ কাঁপাবে দলটি।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে জানিয়েছে রাজস্থান রয়্যালস।
রয়্যালস স্পোর্টস গ্রুপের চেয়ারম্যান মনোজ বাদালে বলেন, বার্বাডোজের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। বার্বাডোজ সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা সবসময় আমাদের সমর্থন দিয়েছে। আমরা এই অঞ্চলের ক্রিকেটে ইতিবাচক অবদান রাখতে চাই।
বার্বাডোজ ফ্র্যাঞ্চাইজির প্রধান মানিশ প্যাটেল বলেন, রাজস্থান রয়্যালস ফ্যামিলির সঙ্গে নতুন চুক্তি করে আমরা রোমাঞ্চিত। এই চুক্তি বার্বাডোজ ও এর আশপাশের ক্রিকেট উন্নতিতে বড় সাহায্য করবে।
উল্লেখ্য, সিপিএলের ২০১৪ ও ২০১৯ সালের আসরের শিরোপা জিতেছে বার্বাডোজ। দলটির নেতৃত্বে আছেন ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডার।