By | Aug 3, 2021

প্রথম টি-টোয়েন্টিতে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।

টোকিও অলিম্পিক ফুটবলের প্রথম সেমিতে মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় ম্যাচটি দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। এরপর বিকাল ৫টায় দ্বিতীয় সেমিতে লড়বে স্পেন ও জাপান। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টেন টু, থ্রি ও সনি সিক্স।।

ক্রিকেট
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
প্রথম টি-টোয়েন্টি
সন্ধ্যা ৬টা
সরাসরিঃ টি-স্পোর্টস।

টোকিও অলিম্পিক-২০২০
১১তম দিন
ব্রাজিল -মেক্সিকো
দুপুর ২টা
স্পেন-জাপান
বিকাল ৫টা
সরাসরিঃ বিটিভি, টেন টু, থ্রি ও সনি সিক্স।

Leave a Reply

Your email address will not be published.