
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ দল। এবার দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন তারা।
সিরিজে বল হাতে ৭ উইকেট ও ব্যাট হাতে ১১৪ রান করেছেন সাকিব। এর ফলে ২৮৬ রেটিং নিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। তার চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছেন আফগান তারকা মোহাম্মদ নবী।
সাকিব ছাড়াও অজিদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ। স্লোয়ার, কাটারে অস্ট্রেলিয়াকে ভুগিয়েছেন মুস্তাফিজ। ৬১৯ রেটিং পয়েন্ট নিয়ে ২০ ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে দশে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ।
এছাড়াও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও শরিফুল ইসলামের। ৪৭৯ রেটিং নিয়ে সাইফউদ্দিন ৪৩, ৪৪০ পয়েন্ট নিয়ে নাসুম ৬৬ ও ৪০৭ পয়েন্ট নিয়ে শরীফুল আছেন ৭৬তম স্থানে।