
ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন নাসের আল খেলাইফি। বলতে গেলে ড্রিম টিম তৈরি করছেন তিনি। দলে এনেছেন লিওনেল মেসি, সার্জিও রামোসদের মতো তারকাদের।
তবে এই ড্রিম টিম থেকে সরে যেতে পারেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করতে চাচ্ছেন না তিনি। আগামী জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপের।
পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চান এমবাপে। রিয়ালও এমবাপেকে দলে ভেড়ানোর চেষ্টা করে যাচ্ছে। শেষ পর্যন্ত যদি এমবাপে পিএসজি ছেড়ে রিয়ালে পাড়ি জমান তাহলে তার শূন্যতা কে পূরণ করবে?
বার্সেলোনাভিত্তিক পত্রিকা এএস জানাচ্ছে, এমবাপে চলে গেলে তার জায়গায় ক্রিস্টিয়ানো রোনালদোকে কেনার পরিকল্পনা পিএসজির। মেসিকে যেভাবে আনা হয়েছে সেভাবে রোনালদোকে আনা অসম্ভব কিছু নয়।
জুভেন্টাসে যেহেতু রোনালদোর থাকার ইচ্ছে নেই সেহেতু সামনের মৌসুমে পিএসজিতে দেখা গেলে যেতেও পারে রোনালদোকে। শেষ পর্যন্ত এমনটি হলে মেসি, রোনালদো ও নেইমার- স্বপ্নের আক্রমণভাগ দেখা যাবে পিএসজিতে।