
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের।
২২২ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ দল। সিরিজ জেতার ফলে ১২ রেটিং পয়েন্ট পেয়েছে টাইগাররা। এর ফলে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে দশেই অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশের সমান রেটিং নিয়ে নয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে হারের ফলে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে অস্ট্রেলিয়ার। একধাপ নিচে নেমে গেছে তারা। ২৪০ রেটিং নিয়ে ছয়ে অবস্থান করছে তারা। অন্যদিকে ২৪৬ রেটিং নিয়ে পাঁচে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা।
২৭৮ রেটিং পয়েন্ট যথারীতি শীর্ষেই আছে ইংল্যান্ড। ২৭৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত, ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনে নিউজিল্যান্ড, ২৬১ রেটিং পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান, ২৩৬ রেটিং পয়েন্ট নিয়ে সাতে আফগানিস্তান ও ২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে আটে আছে শ্রীলঙ্কা।