আইসিসির নিষেধাজ্ঞার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরে ছিলেন না বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এবারের আসরে দেখা যাবে তাকে।
আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। এবারের আসরে রাজস্থান রয়্যালসে দেখা যেতে পারে সাকিবকে। ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকট্র্যাকার এমনই তথ্য দিয়েছে।
কিছুদিন আগেই রাজস্থান তাদের অধিনায়ক স্টিভেন স্মিথকে ছেড়ে দিয়েছে।দলটির নতুন অধিনায়ক সঞ্জু স্যামসন। গত আসরে রাজস্থানকে ব্যাটিং বিভাগে বেশ ভুগতে হয়েছিল।
এবারের আসরে রাজস্থানের ৪ নম্বর পজিশনে বড় ভূমিকা রাখতে পারেন সাকিব। এবারের আসরে স্মিথের পরিবর্তে দেখা যেতে পারে সাকিবকে। একই সঙ্গে বল হাতেও দলের প্রয়োজনে বড় অবদান রাখতে পারবেন তিনি।