
আগামী ২৩ মে থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ দল। আসন্ন সিরিজকে সামনে রেখে এরই মধ্যে অনুশীলনে যোগ দিয়েছে প্রাথমিক স্কোয়াডে থাকা টাইগার ক্রিকেটাররা।
আইপিএল স্থগিত হওয়ায় দেশে ফিরে আসেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দেশে ফিরে ১২ দিনের কোয়ারেন্টাইন পালন করে গতকাল থেকে অনুশীলন শুরু করেন সাকিব-মুস্তাফিজ।
যার ফলে বেশিদিন প্রস্তুতির সুযোগ পাচ্ছেন না তারা। প্রথম ওয়ানডের আগে আরও দুইদিন অনুশীলন করতে পারবে সাকিব-মুস্তাফিজ। তবে প্রস্তুতির ব্যাপারটি আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন মুস্তাফিজ।
বুধবার (১৯ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুস্তাফিজ বলেন, আইপিএল ও আমাদের দেশ মিলিয়ে আমি ১৯ দিন শেষে একদিন অনুশীলন ও একটি মাত্র ম্যাচ খেলেছি। আমি আর সাকিব ভাই প্রায় একই রকম ছিলাম। বৃষ্টির কারণে গতকাল অনুশীলন করতে পারিনি। আমরা আরও দুইদিন পাবো। প্রস্তুতিটা আল্লাহর উপর ছেড়ে দিলাম।