
আগামী জুন মাসে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের এশিয়া কাপ। কিন্তু ভারতীয় উপমহাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আবারও এশিয়া কাপ স্থগিত করা হল।
গত বছর পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভারতের অসম্মতির কারণে আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজন করতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু করোনার কারণে গতবছরও এশিয়া কাপ স্থগিত হয়েছিল।
এ ব্যাপারে আয়োজক দেশ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, বর্তমান করোনা পরিস্থিতির কারণে এ বছরের জুনে টুর্নামেন্টটা আয়োজন করা সম্ভব নয়।
তবে এশিয়া কাপ কবে আয়োজন হবে সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। অ্যাশলে ডি সিলভা এশিয়া কাপ স্থগিতের কথা বললেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।