
ফ্রেঞ্চ কাপের ফাইনালে বুধবার রাতে এএস মোনাকোর বিপক্ষে মাঠে নামে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। মোনাকোকে ২-০ গোলে হারিয়ে ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতেছে পিএসজি।
যদিও চোট ও নিষেধাজ্ঞার কারণে পূর্ণ শক্তির দল নিয়ে নামতে পারেনি পিএসজি। কার্ডের কারণে ফাইনালে খেলতে পারেননি পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। মাঠে নেইমারের অনুপস্থিতির ছাপ ছিল স্পষ্ট। তবে গোল করতে কোনো সমস্যা হয়নি পিএসজির।
মৌসুমের শুরু থেকেই একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন পিএসজির ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ফাইনালেও সেই ধারাবাহিকতা ধরে রাখেন তিনি।
ম্যাচের ১৯ মিনিটে এমবাপের সহায়তায় গোল করে পিএসজিকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পিএসজি।
দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার নিখুঁত পাসে প্রতিপক্ষের জালে বল জড়ান এমবাপে। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তুলে পিএসজি। সবমিলিয়ে এই টুর্নামেন্টে রেকর্ড ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি।