
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার বিরুদ্ধে সরব ক্রীড়াঙ্গনের তারকারা। ফুটবলার ও ক্রিকেটাররা নিজেদের অবস্থান থেকে ইসরায়েলি হামলার প্রতিবাদ করে যাচ্ছেন।
এবার এ তালিকায় নাম লেখিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ফিলিস্তিনে শত শত রকেট হামলায় প্রতিনিয়ত মারা যাচ্ছে সাধারণ মানুষ। এমনকি বাদ যাচ্ছে না শিশুরাও।
মেয়েকে নিয়ে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে টুইটারে একটি ছবি পোস্ট করেছেন আফ্রিদি। সেখানে তিনি লিখেন, ফিলিস্তিনি শিশুরা, তোমাদের জন্য আমার এই বার্তা। আমরা তোমাদের থেকে অনেক দূরে আছি। কিন্তু আমাদের হৃদস্পন্দন চলছে তোমাদের সঙ্গেই।
আফ্রিদি আরও লিখেন, আমাদের বাবা ও তাদের বাবাদের হৃদস্পন্দন চলতো তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে। এই কষ্ট, ভয় ও দুশ্চিন্তা সব সাময়িক। এই দুঃখের সময়টা চিরস্থায়ী নয়।
ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত ২২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৬৪ জন শিশু ও ৩৮ জন নারী। এছাড়াও দেড় হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।