
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ দল। বিসিবি লাল দলের অধিনায়ক তামিম ইকবাল ও সবুজ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৪ রান করেছে রিয়াদের সবুজ দল। হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন সৌম্য সরকার, আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ।
৫৪ বলে ৭ চার ও ৩ ছয়ে ৬৪ রানে আফিফ ও ৫৪ বলে ৬ চার ও ২ ছয়ে ৬২ রানে অপরাজিত ছিলেন রিয়াদ। অন্যদিকে সৌম্য ৭০ বলে ৪ চার ও ৩ ছয়ে ৬০ রান করে স্বেচ্ছায় অবসরে যান।
এছাড়া নাঈম শেখ ৪৩ বলে ৩৮, সাকিব আল হাসান ২০ বলে ২৮, মোহাম্মদ মিঠুন ১০ বলে ৩, মেহেদী হাসান মিরাজ ১৬ বলে ১৭ রান করেন। লাল দলের হয়ে মেহেদী হাসান ২টি ও শরিফুল ইসলাম ১টি উইকেট শিকার করেন।
বিসিবি লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
বিসিবি সবুজ দল: সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম।