
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান হামলার বিরুদ্ধে নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ করে যাচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারা।
বাংলাদেশের মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, রুবেল হোসেনসহ আরও অনেকেই ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থন জানিয়েছেন। এবার এ তালিকায় নাম লেখালেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে জামাল ভূঁইয়া ফিলিস্তিনের মানুষের ওপর করা নির্যাতনের একটি ছবি পোস্ট করে লিখেন, ফিলিস্তিনকে মুক্ত করো, অনেক হয়েছে।
জামাল ভূঁইয়া যে ছবিটি আপলোড করেছেন সেই ছবিতে লেখা রয়েছে, তাদের সাহায্যের জন্য আরও হাত প্রয়োজন, তাদের জন্য দোয়া করার জন্য আরও হাত প্রয়োজন।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২২০ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় দেড় হাজার আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৩ শিশু রয়েছে।