
কোপা ইতালিয়ার ফাইনালে বুধবার রাতে আটালান্টাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে জুভেন্টাস। শিরোপা জয়ের সুবাদে দারুণ এক রেকর্ড গড়েছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
তিনি ইংল্যান্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), স্পেন (রিয়াল মাদ্রিদ) ও ইতালির (জুভেন্টাস) সকল ঘরোয়া টুর্নামেন্ট জিতেছেন। সব মিলিয়ে এটি রোনালদোর ৩৪তম শিরোপা।
ক্যারিয়ারে মোট ট্রফির সংখ্যায় এখনও লিওনেল মেসিকে পেছনে ফেলতে পারেননি রোনালদো। বার্সেলোনার এই আর্জেন্টাইন তারকার পুরো ক্যারিয়ারে মোট দলীয় শিরোপা ৩৫টি।
যার মানে এখনও মেসির চেয়ে ১টি শিরোপা কম রোনালদোর। ক্যারিয়ারে ৪২টি শিরোপা অর্জন করে সবার উপরে আছেন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস।