
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে তারুণ্যনির্ভর দল নিয়ে এসেছে শ্রীলঙ্কা। তারুণ্যনির্ভর দল নিয়ে আসলেও শ্রীলঙ্কার হারানোর কিছু নেই বলে মনে করেন দলটির তারকা অলরাউন্ডার ইসুরু উদানা।
গেল কয়েক বছর ধরে ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স ভালো। বিশেষ করে ঘরের মাঠে টাইগাররা দারুণ করছে। তবে শ্রীলঙ্কা এখানে বাংলাদেশকে হারাতে এসেছে বলেই জানালেন উদানা।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে উদানা বলেন, বাংলাদেশ দলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আছে। অন্যদিকে আমরা তরুণ দল নিয়ে এসেছি। কিন্তু আমাদের হারানোর কিছু নেই। আমরা এখানে তাদের হারাতে এসেছি। ঘরের মাঠে বাংলাদেশ বিপজ্জনক। তাই আমরা আমাদের সেরাটা দিতে চাই।
তিনি আরও বলেন, আমি এখানে ৪-৫ মৌসুম বিপিএলে খেলেছি। সেদিক থেকে এখানে খেলার অভিজ্ঞতা আছে আমার। কোনো নির্দিষ্ট দিনে ম্যাচ জিততে চাইলে অবশ্যই সেরাটা দিতে হবে। আমরা সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছি।