
বার্সেলোনার সঙ্গে এখনও চুক্তি নবায়ন করেননি লিওনেল মেসি। এই মৌসুম শেষে মেসি বার্সেলোনায় থাকবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। মৌসুম শেষে যেকোনো দলেই দেখা যেতে পারে তাকে।
এদিকে মেসির বার্সেলোনা ছেড়ে পিএসজি, ম্যানচেস্টার সিটি কিংবা বায়ার্ন মিউনিখে যাওয়া উচিত বলে মনে করছেন সাবেক আর্জেন্টাইন তারকা মারিও কেম্পেস। সম্প্রতি স্পোর্টস বিল্ডকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, মেসির উচিত আবারও গার্দিওলার সঙ্গে মিলিত হওয়া। না হয় তার উচিত পিএসজি কিংবা বায়ার্নে যাওয়া। তার এমন ক্লাবে যাওয়া উচিত যেখানে টাকাও আছে এবং এমন খেলোয়াড় আছে যারা সাফল্য এনে দিতে পারবে।
তিনি আরও বলেন, মেসি বার্সায় দিব্যি ভালোই আছে। তবে বার্সার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার সম্ভাবনা খুবই কম। সাম্প্রতিক সময়ে খুব দ্রুতই তারা বিদায় নিচ্ছে। আর্থিক সমস্যার জন্য শীঘ্রই আবার নতুন করে দল তৈরি করা তাদের জন্য কঠিন হবে।