
টেস্ট র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে বাংলাদেশের সেরা টেস্ট একাদশ বাছাই করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রেটিং পয়েন্টের ভিত্তিতে এই একাদশ সাজানো হয়েছে।
উইকেটরক্ষকদের জন্য আলাদাভাবে কোনো র্যাঙ্কিং না থাকায় তাদের ব্যাটিংয়ের রেটিং পয়েন্ট দিয়ে একাদশে রাখা হয়েছে। ব্যাটিংয়ের রেটিং পয়েন্ট ও কিপিংয়ের পরিসংখ্যান হিসেবে একাদশে আছেন মুশফিকুর রহিম।
অলরাউন্ডারদের মধ্যে সাকিব আল হাসান ব্যাটিং ও বোলিং বিভাগে বাংলাদেশের সেরা। তাই টেস্ট একাদশে এই দুই পজিশনে সাকিব ও মুশফিকের বিকল্প কেউ নেই।
রেটিং পয়েন্টের ভিত্তিতে বাংলাদেশের সেরা টেস্ট একাদশ: তামিম ইকবাল (৭০৯ রেটিং পয়েন্ট), মুমিনুল হক (৬৬১ রেটিং পয়েন্ট), হাবিবুল বাশার (৬৫৬ রেটিং পয়েন্ট), মুশফিকুর রহিম (৬৫৮ রেটিং পয়েন্ট), সাকিব আল হাসান (৬৯৪ রেটিং পয়েন্ট), মাহমুদউল্লাহ রিয়াদ (৫৭৪ রেটিং পয়েন্ট), নাসির হোসেন (৫৫০ রেটিং পয়েন্ট), মেহেদী হাসান মিরাজ (৬৯৬ রেটিং পয়েন্ট), মাশরাফি বিন মুর্তজা (৪৫৯ রেটিং পয়েন্ট), তাইজুল ইসলাম (৬৬৬ রেটিং পয়েন্ট) ও শাহাদাত হোসেন রাজিব (৪৩৮ রেটিং পয়েন্ট)।