
নিউজিল্যান্ড সিরিজে মুশফিকুর রহিমের উইকেটকিপিং নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। যার ফলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে তাকে উইকেটের পেছনে দেখা যাবে কিনা এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
তবে উইকেটের পেছনে মুশফিকের উপরই ভরসা রাখছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিককে উইকেটের পেছনে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন তিনি।
এ প্রসঙ্গে তামিম বলেন, ওর কিপিং নিয়ে আমি খুবই খুশি। আসলে ক্যাচ মিস বা সুযোগ মিস খেলারই অংশ। সত্যি বলতে আমি জানি সে কতটা পরিশ্রম করে। আমাদের কিংবা টিম ম্যানেজমেন্টের একটা মুহুর্তের জন্যও মনে হয় না যে মুশফিক কিপিং করবে না।
তিনি আরও বলেন, মুশফিক শ্রীলঙ্কার বিপক্ষে পুরো সিরিজেই কিপিং করবে। ক্যাচ মিসের কথা বলছেন, কিন্তু সে দারুণ কিছু কাজও করেছে। ১৩-১৪ বছর ধরে একজন কিপার ক্যাচ মিস করতে পারে আবার এই সময়ে অবিশ্বাস্য ক্যাচও ধরেছে। তার ওপর আমার পূর্ণ আস্থা আছে এবং সে কিপিং করবে।