
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়াও স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে আরও ৪ জনকে।
প্রথম দুই ম্যাচের স্কোয়াড ঘোষণার পরপরই তা নিয়ে প্রশ্ন ছুঁড়েছেন সমর্থকরা। প্রাথমিক দলে থাকলেও মূল দলে জায়গা হয়নি ইমরুল কায়েসের। এছাড়াও বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত।
তবে ধারবাহিক পারফর্ম না করেও দলে জায়গা মিলেছে সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুনের। সৌম্য-মিঠুনের দলে জায়গা পাওয়ার কারণ জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
তিনি বলেন, সৌম্য ও মিঠুন দুইজনের অনেক ট্যালেন্ট। হয়তো তারা ধারাবাহিক হতে পারছে না, কিন্তু তারা মাঝেমধ্যে পারফর্ম করছে। ওদের সুযোগ দিলে ক্ষতি কি।
তিনি আরও বলেন, ক্রিকেটে কেউ তো বলে রান করতে পারে না। কে কখন পারফর্ম করে তা বলা মুশকিল। সৌম্য সব দিক দিয়েই ভালো। সে যদি প্রস্তুতিতে ঠিক থাকে এবং টিম ম্যানেজমেন্ট যদি তার ওপর সন্তুষ্ট থাকে তাহলে তাকে আরও কিছু দিন সুযোগ দিতে চায় আমরা।