
ফুটবল ম্যাচ শেষে সম্প্রীতিস্বরূপ প্রতিপক্ষের সঙ্গে জার্সি বদল করেন খেলোয়াড়রা। জার্সি অদল-বদল করে সেটা সংরক্ষণ করাকে অভ্যাসে পরিণত করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
তবে একজনের জার্সি সংগ্রহ করতে না পারায় আফসোস হয় মেসির। তিনি ব্রাজিলিয়ান মহাতারকা রোনালদো নাজারিও। সম্প্রতি আর্জেন্টিনার পত্রিকা ‘দিয়ারিও ওলে’কে দেওয়া সাক্ষাতকারে এমনটিই জানান মেসি।
মেসির জার্সি সংগ্রহশালায় আছে ইব্রাহিমোবিচ, পিকে, নি আলভেস, ইকার ক্যাসিয়াস, রাউল গঞ্জালেস, ডেকো, আলেসান্দ্রো দেল পিয়েরোর জার্সি। কিন্তু রোনালদোর জার্সি না থাকায় আফসোস হয় মেসির।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমার আগে এমন অভ্যাস ছিল না। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে জার্সি জোগাড় করে তা সংরক্ষণ করার অভ্যাস তৈরি হয়। তবে অনেক খেলোয়াড় আছেন যাদের বিপক্ষে ক্যারিয়ারের শুরুতে আমি খেলেছি কিন্তু জার্সি সংগ্রহ করতে পারিনি।
তিনি আরও বলেন,ব্রাজিলের রোনালদো ও রবার্তো কার্লোসের জার্সি আমি সংগ্রহ করতে পারিনি। তাদের জার্সি থাকলে ভালো লাগত।