
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ রোববার দুপুর ১টায় মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। কিন্তু আজ সকালে শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ও বোলিং কোচের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে।
ইসুরু উদানা, শিরান ফার্নান্দো ও বোলিং কোচ চামিন্দা ভাস করোনায় আক্রান্ত হয়। যার ফলে সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে দ্বিতীয় পরীক্ষায় উদানা ও ভাসের করোনা নেগেটিভ এসেছে।
কেবল ফার্নান্দোর করোনা পজিটিভ এসেছে। যার ফলে তাকে টিম হোটেলে আইসোলেশনে পাঠানো হয়েছে। এতে করে আজ প্রথম ওয়ানডে নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বিসিবির পরিচালক জালাল ইউনুস।
তিনি বলেন, দ্বিতীয় পরীক্ষায় শুধুমাত্র ফার্নান্দো পজিটিভ এসেছে। তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তাই ম্যাচ নিয়ে কোনো শঙ্কা নেই। দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি।