
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ দল। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। রানের খাতা না খুলে সাঝঘরে ফিরেন ওপেনার লিটন দাস। চামিরার বলে ধনাঞ্জয়ার হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।
এরপর তামিমকে সঙ্গ দিতে মাঠে নামেন সাকিব। তাদের ব্যাটে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু বাজে শট খেলে সাঝঘরে ফিরেন সাকিব। গুনাথিলাকার বল ডাউন দা উইকেটে এসে উড়াতে গিয়ে লং অনে নিশাঙ্কার হাতে ক্যাচ দেন তিনি। ৩৪ বলে ১৫ রান করে ফিরেন সাকিব।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৪ রান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লাকসান সান্দাকান, দুশমান্থ চামিরা।