
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশে জায়গা পেয়েও ব্যর্থ হয়েছেন লিটন দাস ও মোহাম্মদ মিঠুন। তাদের একাদশে থাকা নিয়ে প্রশ্ন উঠলেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সমর্থন পাচ্ছেন লিটন, মিঠুন ও সৌম্য সরকার।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শূন্য রানে ফিরেন লিটন। অন্যদিকে প্রথম বলেই ফিরেন মিঠুন। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটন-মিঠুনকে নিয়ে সমালোচনা শুরু হয়।
এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপন বলেন, আপনারা বাইরে যা বলেন সেটির সঙ্গে আমার ভাবনাটা পুরোপুরি একমত। তবে একটা জিনিস মনে রাখতে হবে লিটন, সৌম্য ও মিঠুন তিনজনই আমাদের ভালো খেলোয়াড়। তাদের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। অনেকের অনেক সময়ই বাজে সময় যায়।
তিনি আরও বলেন, আপনি যদি শ্রীলঙ্কা দলের দিকে দেখেন… আপনারা জানেন কিনা জানিনা তবে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, এটাই তাদের সম্ভাব্য সেরা দল। আপনারা হয়তো এই দলকে পাত্তা দিচ্ছেন না তবে ওরা বলেছে এটিই তাদের সম্ভাব্য সেরা দল।