
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জয় পেয়েছে বাংলাদেশ। এদিন শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ একাই ধসিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। ৩০ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট।
ম্যাচ শেষে এমন সাফল্যের পেছনে দুইজনকে কৃতিত্ব দেন মিরাজ। দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি না থাকায় এ দায়িত্ব পালন করেছেন দেশের কোচ সোহেল ইসলাম। এর আগেও মিরাজ তার প্রশংসা করেছেন।
এবার সোহেল ইসলামের পাশাপাশি প্রখ্যাত কোচ নাজমুল আবেদিন ফাহিমের প্রশংসা শোনা গেছে মিরাজের মুখে। তিনি বলেন, নেটে তো বোলিং করছি। এছাড়া দেশি যে কোন আছেন সোহেল স্যার, তার সঙ্গে আমি সবসময় যোগাযোগ রাখছি।
মিরাজ বলেন, খেলার আগে আমি তার সাথে কথা বলেছি, কিভাবে কি করলে ভালো হবে। সোহেল স্যার আমার সাথে দীর্ঘদিন কাজ করেছেন। আমি সবসময় তার সাথে কথা বলার চেষ্টা করি।
তিনি আরও বলেন, ৩-৪ দিন আগে ফাহিম স্যার আমাকে ফোন দিয়েছিলেন। শ্রীলঙ্কায় টেস্টে খেলার সময় থেকেই তিনি বোলিং নিয়ে কথা বলেছিলেন, বুস্ট আপ করছিলেন। তাদের পরামর্শ অনুযায়ী খেলার চেষ্টা করি। তারা আমাকে খুব ভালো গাইড করেছেন।