
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে কি আগামী মৌসুমে জুভেন্টাসের জার্সিতে দেখা যাবে? নাকি অন্য কোনো ক্লাবে যোগ দেবেন তিনি? সবার মনে এখন এই একটাই প্রশ্ন।
এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে ভক্ত-সমর্থকদের। এদিকে জুভেন্টাসের জার্সিতে দারুণ এক কীর্তি গড়েছেন রোনালদো। ইতালিয়ান সিরি আ লিগে এবার সর্বোচ্চ গোল করেছেন তিনি।
তিন দেশের তিন লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। এই রেকর্ড রোনালদো ছাড়া আর কারও নেই। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোলের কীর্তি গড়েছেন রোনালদো।
জুভেন্টাসের জার্সিতে এই মৌসুমে রোনালদো ২৯ গোল করেছেন। ২০০৭-০৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে ৩১ গোল করেছিলেন তিনি।
২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। নিজের দ্বিতীয় মৌসুমে তিনি ৪০ গোল করেন। আর শেষ মৌসুমে লিগে ৪৮টি গোল করেছিলেন তিনি।