
আগামী ১১ জুন থেকে শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসর। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। সেই দলে জায়গা হয়নি সার্জিও রামোসের।
ইনজুরি ও ফর্মের কারণে তাকে দলে নেয়নি স্পেন কোচ লুইস এনরিক। হাঁটুর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরেই থাকতে হয়েছে রামোসকে। এবার তাকে ছাড়ায় স্কোয়াড ঘোষণা করেছে স্পেন।
২০০৪ সালের পর প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টে রামোসকে ছাড়াই খেলবে স্পেন। কেবল রামোসই নয়, স্পেনের দলে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ের।
আগামী ১৫ জুন সুইডেনের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো মিশনে নামবে স্পেন। ‘ই’ গ্রুপে তাদের প্রতিপক্ষে পোল্যান্ড ও স্লোভাকিয়া। ইউরোতে নামার আগে পর্তুগাল ও লিথুনিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন।
স্পেন স্কোয়াড:
গোলরক্ষক: ডেভিড ডি গিয়া, উনাই সাইমন, রবার্ট সানচেজ
ডিফেন্ডার: হোসে গায়া, এমেরিক লাপোর্তে, এরিক গার্সিয়া, ডিয়েগো লরেন্তে, জর্দি আলবা, পাও তোরেস, সিজার এজপিলিকুয়েটা, মার্কোস লরেন্তে
মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, থিয়াগো, কোকে, রদ্রি, পেদ্রি, ফাবিয়ান
ফরোয়ার্ড: দানি ওলমো, জেরার্ড মোরেনো, ফেররান তোরেস, মিকেল ওয়ারজাবাল, আলভারো মোরাতা, অ্যাডাম ট্রাওরে, পাওলো সারাবিয়া।