
গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লিটন দাস। কিন্তু এরপর থেকে অফফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। ৭ ইনিংসে করেছেন মাত্র ৭৬ রান। যেখানে তিনি রানের খাতা না খুলে তিনবার আউট হয়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হন লিটন। ম্যাচ চলাকালীন সময়ই বিসিবি সভাপতি জানিয়ে দেন, লিটন ওপেনিংয়ের জন্য না। তাকে মিডল অর্ডারে খেলানো উচিত।
এদিকে ওপেনিংয়ে লিটনকে না খেলানো হলে তবে কি সৌম্য সরকারকে ওপেনিংয়ে দেখা যাবে? এদিকে লিটন-সৌম্যকে নয়, ওপেনিংয়ে নাঈম শেখকে চান তামিমের অনেকদিনের সঙ্গী ইমরুল কায়েস।
তিনি বলেন, লিটন-সৌম্য দুইজনই ভালো ব্যাটসম্যান। এ নিয়ে কোনো সংশয় নেই। তবে তারা এখন ভালো ফর্মে নেই। লিটন নিজে নিজে অনেক চাপ নিয়ে ফেলেছে। সে কারণে ভালো করতে পারছে না, রান করতে পারছে না।
তিনি আরও বলেন, এই মুহূর্তে বেস্ট পজিশন অপশন হতে পারে তরুণ নাঈম শেখ, যাকে ওপেনিংয়ে তামিমের সঙ্গে চেষ্টা করা যেতে পারে।