
করোনার কারণে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ আগামী ১ জুন থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে অনুশীলনে নেমেছিলেন মুলতান সুলতান্সের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
কিন্তু অনুশীলনে নেমে পিঠে ব্যথা অনুভব করেন আফ্রিদি। পিঠের ব্যথার কারণে পিএসএলের এবারের আসর থেকে ছিটকে গেলেন আফ্রিদি। তার পরিবর্তে আসিফ আফ্রিদিকে দলে নিয়েছে মুলতান।
সোমবার (২৪ মে) এক সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ।
পিএসএল থেকে ছিটকে যাওয়ায় হতাশ হয়েছেন আফ্রিদি। তিনি বলেন, পিএসএলের বাকি অংশে খেলার জন্য অনুশীলন করছিলাম, তখন পিঠে ব্যথা অনুভূত হয়। দূর্ভাগ্যবশত চিকিৎসকের পরামর্শে আমাকে বিশ্রামে থাকতে হবে। টুর্নামেন্টের বাকি অংশে যোগ দিতে পারব না।
আফ্রিদি বলেন, আমি খুবই হতাশ হয়েছি। মাঠের বাইরে বসে খেলা দেখতে হবে। তবে দলের জন্য আমার শুভকামনা সবসময় থাকবে। আশা করি আমরা চ্যাম্পিয়ন হবো।