
আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন সাকিব আল হাসান। টেস্টে তিনি পাঁচ ও টি-টোয়েন্টিতে দুই নম্বরে আছেন। অন্যদিকে কোনো ফরম্যাটেই শীর্ষে নেই ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।
আইসিসি ওয়ানডে ও টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে আছেন স্টোকস। তবে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে নেই এই ইংলিশ অলরাউন্ডার।
অথচ সাকিবকে যোগ্য মনে করে বর্তমান বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে বেন স্টোকসকেই বেছে নিলেন নিউজিল্যান্ডের সর্বকালের সেরা অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি।
সম্প্রতি ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান সময়ের অলরাউন্ডারদের যখন দেখি, তখন বেন স্টোকস এক নম্বর হিসেবে ফুটে উঠে। সে দারুণ এবং লড়াকু একজন ব্যাটসম্যান। পাশাপাশি কার্যকর বোলার যে কিনা একাই ইংল্যান্ডকে জেতাতে পারে।
তিনি আরও বলেন, সাকিব আল হাসান, রবীন্দ্র জাদেজা, মঈন আলি, ক্রিস ওকস, কলিন ডি গ্র্যান্ডহোম, জেসন হোল্ডার- তারাও নিজেদের সামর্থ্য দিয়েই যোগ্য।