
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। দুর্দান্ত ব্যাটিংয়ে ইনিংস শুরু করলেও বড় করতে ব্যর্থ হন তামিম ইকবাল।
ইনিংসের দ্বিতীয় ওভারে দুশমান্থ চামিরার বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাঝঘরে ফিরেন তিনি। ৬ বলে ৩ চারে ১৩ রান করে সাঝঘরে ফিরেন তিনি। এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান।
কিন্তু তিনিও পারলেন না, হাঁটলেন তামিমের পথে। চামিরার বলে লেগবিফোরের ফাঁদে পড়ে রানের খাতা না খুলে ফিরেন সাকিব।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ২১ রান।