
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২৪৬ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। সিরিজে ফিরতে চাইলে শ্রীলঙ্কাকে করতে হবে ২৪৭ রান।
বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেন মুশফিকুর রহিম। দলের বাকিরা যখন একে একে সাঝঘরে ফিরেন সেসময় ব্যাট হাতে হাল ধরেন মুশফিক। শেষ পর্যন্ত ১২৭ বলে ১০ চারে ১২৫ রান করেন তিনি।
মুশফিক ছাড়াও অবদান রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকের সঙ্গে ৮৭ রানের জুটি গড়েন তিনি। ব্যক্তিগত ৪১ রানে সাঝঘরে ফিরেন তিনি। এছাড়া লিটন দাস ২৫, তামিম ইকবাল ১৩, মোহাম্মদ সাইফউদ্দিন ১১ ও মোসাদ্দেক হোসেন ১০ রান করেন।
বাকি কেউ দুই অংক স্পর্শ করতে পারেননি। এদিকে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম রানের খাতা খুলতে পারেননি।
লঙ্কানদের হয়ে লাকসান সান্দাকান ও দুশমান্থ চামিরা ৩টি করে, ইসুরু উদানা ২টি এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ১টি জুইকেট শিকার করেন।