
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩৩ রানে জিতেছিল বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে দুইদল। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে শ্রীলঙ্কাকে ১০৩ রানে হারিয়েছে বাংলাদেশ।
এরই ফলে ১ ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এই প্রথম লঙ্কানদের ওয়ানডে সিরিজে হারাল টাইগাররা। বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে লঙ্কানরা।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে লঙ্কানদের সামনে ৪০ ওভারে লক্ষ্য দাঁড়ায় ২৪৫ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান করে লঙ্কানরা। এর ফলে ১০৩ রানের বড় ব্যবধানে জয় পায় লঙ্কানরা।
লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করে গুনাথিলাকা। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে নিশাঙ্কার ব্যাট থেকে। এছাড়াও কুশল মেন্ডিস ১৫, কুশল পেরেরা ১৪ ও ধনাঞ্জয়া ১০ রান করেন। অন্যদিকে ১৮ রানে অপরাজিত ছিলেন উদানা। বাকি কেউ দুই অংকে পৌঁছাতে পারেনি।
বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান ৩টি করে, সাকিব আল হাসান ২টি এবং শরিফুল ইসলাম ১টি উইকেট শিকার করেন।