
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এই সিরিজে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
এরই সুবাদে এবার বড় সুসংবাদ পেয়েছে তারা। আইসিসির হালনাগাদকৃত ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছেন মিরাজ ও ৮ ধাপ উন্নতি হয়েছে মুস্তাফিজের।
৭২৫ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা অবস্থান দুইয়ে জায়গা করে নিয়েছেন মিরাজ। মিরাজের চেয়ে ১২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট।
অন্যদিকে ৬৫২ রেটিং নিয়ে নয় নম্বরে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান। লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৯ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট ও দ্বিতীয় ম্যাচে ৬ ওভার বোলিং করে ১ মেডেন ও ১৬ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন মুস্তাফিজ।
মিরাজ সিরিজের প্রথম ম্যাচে ১০ ওভার বোলিং করে ২ মেডেন ও ৩০ রান খরচ করে ৪ উইকেট ও দ্বিতীয় ম্যাচে ১০ ওভার হাত ঘুরিয়ে ২৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।