
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জিতেছে বাংলাদেশ দল। এরই ফলে লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা।
এই সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করছেন মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে ৮৪ রানের পর দ্বিতীয় ম্যাচে করেন ১২৫ রান। দুই ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন তিনি।
দুর্দান্ত এই পারফরম্যান্সের কারণে আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন মুশফিক। ৪ ধাপ এগিয়ে ১৪ নম্বর পজিশনে জায়গা করে নিয়েছেন তিনি।
মুশফিক ছাড়াও ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ম্যাচে ৫৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আর দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ৪১ রান। এই সুবাদে র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে ৩৮ নম্বর উঠে এসেছেন রিয়াদ।