
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেছে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী ২৮ মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুইদল।
শেষ ম্যাচের ১৫ সদস্যের স্কোয়াড বাড়িয়ে তা ১৬ সদস্যের স্কোয়াডে পরিণত করা হয়েছে। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৬ সদস্যের স্কোয়াডে নতুন করে জায়গা পেয়েছেন নাঈম শেখ। প্রথম দুই ওয়ানডেতে স্ট্যান্ড বাই হিসেবে ছিলেন তিনি। এবার শেষ ম্যাচের মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন নাঈম।
প্রথম দুই ম্যাচে ওপেনিংয়ে ব্যর্থ হয়েছেন লিটন দাস। এরপরেও স্কোয়াডে রয়েছেন তিনি। এছাড়াও স্কোয়াডে আছেন মোহাম্মদ মিঠুনও। লিটন দুই ম্যাচ খেললেও মিঠুন প্রথম ম্যাচে জায়গা পেয়েছিলেন।
শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাঈম শেখ।