
২০০৯-১০ মৌসুমের পর প্রথমবারের মত কোনো মৌসুমে ট্রফিবিহীন রইলো রিয়াল মাদ্রিদ। আর তাই আগামী মৌসুমে রিয়ালে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। বেশ কয়েকজন তারকার রিয়ালে থাকা এক প্রকার অনিশ্চিত।
রিয়াল মাদ্রিদে থাকা নিশ্চিত এমন খেলোয়াড়রা হলেন- কর্তোয়া, মিলিটাও, নাচো, ক্রুস, মেন্ডি, অডরিওজোলা,ভালভার্দে, ক্যাসমিরো, মদ্রিচ, রোদ্রিগো, ভিনিভিয়াস ও বেনজেমা।
অন্যদিকে ১০ জন খেলোয়াড় আছেন যাদের রিয়াল ছাড়া অনেকটাই নিশ্চিত। এছাড়াও রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানের আগামী মৌসুমে রিয়ালে থাকা নিশ্চিত নয়।
রিয়ালে যাদের থাকা অনিশ্চিত তারা হলেন- সার্জিও রামোস, ভারানে, ইস্কো, মার্সেলো, মারিয়ানো, ওডেগার্ড, জোভিক, হ্যাজার্ড, অ্যাসেনসিও ও ভাসকেজ।