
দক্ষিণ এশিয়া বাকি দেশগুলোর বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। অবশেষে সেই অধরা সিরিজ জয় ধরা দিল বাংলাদেশকে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩৩ রানে ও দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ১০৩ রানে জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।
আগামীকাল সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুইদল। লঙ্কানদের হোয়াইটওয়াশের লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা। কিন্তু বাংলাদেশের কাছে লঙ্কানরা হোয়াইটওয়াশ হোক তা কিছুতেই চাইছেন না দেশটির কিংবদন্তি ক্রিকেটার সনাথ জয়সুরিয়া।
বাংলাদেশের কাছে সিরিজ হারে মাথা হেঁট হয়ে গেছে সাবেক ক্রিকেটার ও সমর্থকদের। এ অবস্থায় হোয়াইটওয়াশ এড়াতে কুশল পেরেরাদের লড়াই চালিয়ে যেতে বলেছেন তিনি। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলে লজ্জার শেষ থাকবে না বলেও মনে করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় তিনি লিখেন, একজন সাবেক ক্রিকেটার ও অধিনায়ক হওয়ার সুবাদে আমার পক্ষে বাংলাদেশের বিপক্ষে প্রথম সিরিজ হারটি মেনে দেওয়া কঠিন। জাতির সম্মান এখন ঝুঁকিতে রয়েছে, শেষ ম্যাচে লড়াই চালাও ছেলেরা।
এখন লঙ্কানরা শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটা সময়ই বলে দেবে। অন্যদিকে বাংলাদেশের সামনে বড় সুযোগ লঙ্কানদের হারিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের মূল্যবাদ ১০টি পয়েন্ট অর্জন করা।