
অবশেষে সব জল্পনা-কল্পনার শেষ হল। ধারণা করা হচ্ছিল চলতি মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদ ছাড়বেন জিনেদিন জিদান। সেই শঙ্কায় সত্যি হল। কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত ক্লাবকে জানিয়ে দিয়েছেন জিদান।
জিদান দ্বিতীয়বার রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়ে ক্লাবকে খুব বেশি উপহার দিতে পারেননি। লা লিগার শিরোপা জয়ের খুব কাছাকাছি গিয়েও পারেনি তারা। এছাড়াও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেয় তারা।
২০০৯-১০ মৌসুমের পর এই প্রথম কোনো মৌসুমে ট্রফিবিহীন থাকলো রিয়াল। গতকালই রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নেন জিদান। তবে তা আজ প্রকাশ্যে এসেছে।
এর আগে জিদান জানিয়েছিলেন, তিনি যেভাবে মৌসুম কাটিয়েছেন তাতে তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে ক্লাবের জন্য কঠিন হবে না। সিদ্ধান্ত গ্রহণের জন্য ৭ দিনের সময় নিয়েছিলেন জিদান। এবার তা জানিয়ে দিলেন।
বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, ইতালিয়ান ক্লাব জুভেন্টাস কিংবা নিজ দেশ ফ্রান্সের কোচ হিসেবে দেখা যেতে পারে জিদানকে। অন্যদিকে রিয়ালের পরবর্তী কোচ হিসেবে তালিকায় আছেন মাসিমিলিয়ানো অ্যালিগ্রি, রাউল গঞ্জালেস অথবা অ্যান্তোনিও কোন্তে।