
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা।
আগামীকাল ২৮ মে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি স্পোর্টসে।
লঙ্কানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে ৩টি পরিবর্তন। ওপেনিংয়ে লিটন দাসের পরিবর্তে জায়গা পেতে পারেন নাঈম শেখ। শেষ ওয়ানডের স্কোয়াডে যুক্ত করা হয়েছে তাকে।
এদিকে প্রথম ম্যাচ মোহাম্মদ মিঠুন ব্যর্থ হওয়ায় দ্বিতীয় ম্যাচে জায়গা পেয়েছিলেন মোসাদ্দেক হোসেন। তিনিও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। তার জায়গায় শেষ ম্যাচে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।
দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। সেই ম্যাচে আর মাঠে নামতে পারেননি সাইফউদ্দিন। এ কারণে তার কনকাশন বদলি হিসেবে খেলেছিলেন তাসকিন আহমেদ। শেষ ম্যাচে সাইফউদ্দিনের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। সেক্ষেত্রে জায়গা পেতে পারেন তাসকিন।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস/নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন/সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন/তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।