
চলতি মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। কাগজে কলমে তিনি আর মাত্র ৩৪ দিন বার্সেলোনায় থাকবেন। এরপর ক্লাব ছাড়বেন মেসি।
মেসি বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন না করলে মৌসুম শেষে তাকে যেকোনো দলেই দেখা যেতে পারে। এদিকে বার্সার প্রেসিডেন্ট হওয়ার আগে হোয়ান লাপোর্তা কথা দিয়েছিলেন মেসিকে যেকোনো মূল্যে বার্সায় রাখবেন।
যদিও তিনি এখনো তার কথা রাখতে পারেননি। তবে কয়েক দিনের মধ্যে সুখবর আসতে পারে। মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে বার্সা। খবর স্প্যানিশ গণমাধ্যম টিভি থ্রি’র
টিভি থ্রি’র প্রতিবেদন বলছে, এই মৌসুমের আর্থিক লাভ-লোকসানের ব্যাপারে অডিটের অপেক্ষায় না থেকে মেসিকে নতুন প্রস্তাব দিয়েছে লাপোর্তা। তবে মেসি ২০২১-২২ মৌসুমে বার্সার পরিকল্পনা ভালোভাবে না জেনে কিছু জানাবেন না।
মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া প্রসঙ্গে আগামীকাল শুক্রবার (২৮ মে) একটি সংবাদ সম্মেলন করবেন লাপোর্তা। আশা করা যায়, সেখানেই বিস্তারিত জানা যাবে।