
আগামী অক্টোবরে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। তবে এই সিরিজে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রাম দিতে চাইছে ইংল্যান্ড।
যার ফলে তারকা ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস এমনটিই জানিয়েছেন।
তিনি বলেন, আমাদের সামনে ব্যস্ত সূচি। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট খেলার পর আমরা ১৯ বা ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে যাব। বাংলাদেশ সফরের পর পাকিস্তান সফর রয়েছে আমাদের। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে হবে।
ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া প্রসঙ্গে জাইলস বলেন, আমাদের ছেলেদের বিশ্রাম দিতে হবে। বাংলাদেশ সফরে তাদের বিশ্রাম দেওয়ার মানে এই না যে তারা অন্য কোথাও গিয়ে খেলবে।
তিনি আরও বলেন, আমাদের সূচি মেনে চলা লাগবে। অ্যাশেজ ও বিশ্বকাপে আমাদের ছেলেরা যেন ভালো অবস্থায় থাকে সেটা আমাদের নিশ্চিত করতে হবে।