
আগামী ১৮ জুন ইংল্যান্ডের সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।
যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ ড্র হয় তাহলে কি হবে? ড্র কিংবা টাই হলে কাকে বিজয়ী ঘোষণা করা হবে? আইসিসির কাছে এই প্রশ্নের উত্তর চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ ড্র কিংবা টাই হলে ফলাফল কি হবে সেটা জানিয়েছে আইসিসি। আগামী ১৮ থেকে ২২ জুন চলবে এই ফাইনাল ম্যাচ। এছাড়াও ২৩ জুন রিজার্ভ ডে রাখা হয়েছে।
৫ দিনের ম্যাচ কোনো কারণে বিলম্বিত হলে বা প্রতিকূল পরিস্থিতির কারণে সময় নষ্ট হলে রিজার্ভ ডে তে অনুষ্ঠিত হবে। তবে এরপরেও যদি ম্যাচের ফলাফল না হয় কিংবা ড্র হয় তখন ম্যাচ ড্র এবং ই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে।