আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ হালনাগাদকৃত টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সেরা তিনে উঠে এসেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। তার রেটিং পয়েন্ট ২৯০।
স্টোকসের ঠিক ওপরেই আছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী। ২৯৪ রেটিং নিয়ে দুইয়ে আছেন তিনি। এ তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের রেটিং ৪১২। তার আশে পাশে নেই কেউ।
স্টোকসকে তিনে জায়গা দিতে গিয়ে একধাপ নিচে নেমে গেছেন তারই স্বদেশি ক্রিস ওকস। এদিকে দুই ধাপ এগিয়েছেন নিউজিল্যান্ডের তারকা মিচেল স্যান্টনার। ৭ নম্বরে উঠে এসেছেন তিনি।
ক্রিস ওকস ছাড়াও একধাপ অবনতি হয়ে কলিন ডি গ্র্যান্ডহোম ও রবীন্দ্র জাদেজার। গ্র্যান্ডহোম ৮ ও জাদেজা ৯ নম্বরে নেমে গেছেন।