
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ৯৭ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার দেওয়া ২৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৮৯ রানেই অলআউট হয়ে যায় টাইগাররা।
হোয়াইটওয়াশ এড়িয়ে লঙ্কান কিংবদন্তি সনাথ জয়সুরিয়ার মান-সম্মান বাঁচালো লঙ্কানরা। কেননা বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ হার মেনে নিতে পারেননি তিনি।
টুইট বার্তায় তিনি লিখেছিলেন, একজন সাবেক ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে আমার পক্ষে বাংলাদেশের বিপক্ষে প্রথম সিরিজ হারটি মেনে দেওয়া কঠিন। জাতির সম্মান এখন ঝুঁকিতে রয়েছে, শেষ ম্যাচে লড়াই চালাও ছেলেরা।
বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলে লজ্জার শেষ থাকবে না বলে মন্তব্য করেছিলেন তিনি। তবে শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে জয়সুরিয়ার মান-সম্মান রাখলো লঙ্কানরা।