
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি টেন টুতে।
প্রথমবারের মত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে ম্যানসিটি। প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত করতে চাইছে পেপ গার্দিওলার দল। অন্যদিকে দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের অপেক্ষায় চেলসি।
তৃতীয়বারের মত চ্যাম্পিয়নস লিগে অল ইনিংস ফাইনাল হচ্ছে। পোর্তোয় হতে যাওয়া এই ফাইনাল ম্যাচ গ্যালারিতে বসে দেখার সুযোগ পাবেন ১৬ হাজার ৫০০ জন দর্শক।
ফাইনালে নামার আগে দুইদলের কোচই নিজেদের লক্ষ্য জানিয়েছেন। গত আসরে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা হয়নি টমাস টুখেলের। ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে রানার্স আপ হয়েছিল তার দল পিএসজি।
এবার চেলসির হয়ে শিরোপা জিততে চান তিনি। টুখেল বলেন, আমরা সর্বশেষ দুই ম্যাচেই ম্যানসিটিকে হারিয়েছি। এটা আমাদের আত্মবিশ্বাস যোগাবে এবং শিরোপা জয়ের জন্যই খেলবো আমরা।
ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা বার্সেলোনার পর কোনো ক্লাবের হয়ে শিরোপা জিততে চান। তিনি বলেন, চেলসি দারুণ প্রতিপক্ষ। তাদের বিপক্ষে খেলাটা কঠিন। তবে আমরা রক্ষণে অনেক উন্নতি করেছি। তাই ভালো কিছুর আশা করতেই পারি।