
গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৭৬ রানের ইনিংস খেলেছিলেন লিটন দাস। এরপর থেকেই অফফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন। বেশ কয়েকটি সিরিজে সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ০ ও ২৫ রান আসে তার ব্যাট থেকে। এরপর শেষ ম্যাচে জায়গা পাননি তিনি।
শেষ ওয়ানডেতে লিটনের জায়গায় ওপেনিংয়ে দেখা যায় নাঈম শেখকে। তবে তিনিও ভালো করতে পারেননি। তবে এ নিয়ে চিন্তিত নন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। নাঈমকে সুযোগ দেওয়ার পক্ষে তিনি।
এ প্রসঙ্গে তামিম বলেন, আমার মনে হয় লিটন যথেষ্ট সুযোগ পেয়েছে। কিন্তু সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেনি। তবে এটাই তার জন্য শেষ নয়। আমরা জানি সে কতটা ভালো খেলোয়াড়।
তিনি আরও বলেন, সৌম্য ও নাঈমের কথা যদি বলেন, আমরা নাঈমের কথা ভেবেছি। নেটে ও প্রস্তুতি ম্যাচে আমরা দেখেছি সে ভালো ব্যাট করছে। তবে ম্যাচে ভালো করতে পারেনি। এটা তার প্রথম ম্যাচ, আশা করি সামনে ভালো সুযোগ পাবে।