
একটা সময় ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ভরসা ছিলেন কূলদীপ যাদব। যুজবেন্দ্র চাহালের সঙ্গে তার বোলিং জুটি চোখে পড়ার মত। কিন্তু সাম্প্রতিক সময়ে দলে নিয়মিত জায়গা পাচ্ছেন না কূলদীপ।
দলে নিয়মিত জায়গা না পাওয়ার কারণ হিসেবে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকেই দেখছেন কূলদীপ। তার মতে, জাদেজার কারণে দলের বাইরে থাকতে হচ্ছে তাকে।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জায়গা পেয়েছিলেন কূলদীপ। কিন্তু দুই ম্যাচে কোনো উইকেট শিকার করতে পারেননি তিনি। যে কারণে তৃতীয় ম্যাচে একাদশের বাইরে থাকতে হয় তাকে।
কূলদীপ বলেন, দল কি চায় এর ওপর অনেক কিছুই নির্ভর করে। আমার মনে হয়, জাদেজা আসায় দলের ব্যাটিং গভীরতা আরও বেড়ে গেছে। জাদেজা দারুণ একজন অলরাউন্ডার। আমাদের দুইজনের মধ্যে একজনকে বেছে নিতে হলে লড়াইটা কঠিন হয়ে যাবে।
তিনি আরও বলেন, আমাকে আরও কিছু ম্যাচ খেলতে দেওয়া উচিত। খেলতে না দিলে ছন্দ আর আত্মবিশ্বাস কিভাবে পাবো? গত দুই বছরে আমি খুব বেশি ম্যাচে আমি সুযোগ পাইনি। যেগুলোতে পেয়েছি তাতে ভাগ্য সহায় হয়নি। চেষ্টা চালিয়ে যাওয়া উচিত।