
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর মাঠে গড়াবে আগামীকাল ৩১ মে থেকে। করোনার কারণে গত আসর স্থগিত হয়েছিল। সেই ১২ দল নিয়েই টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
গত আসরের স্কোয়াডে দলবদল হয়নি। তবে নিষেধাজ্ঞার কারণে গত আসরে ছিলেন না দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারের আসরে তাকে দলে নিয়েছে মোহামেডান।
ডিপিএলের এবারের আসর মাঠে বসে দেখার সুযোগ না থাকলেও দেখা যাবে অনলাইনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিজস্ব ইউটিউব চ্যানেলে ডিপিএলের সবগুলো ম্যাচ সম্প্রচারিত হবে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিপিএলের ম্যাচগুলো আমরা অনলাইনে দেখানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। বিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ম্যাচগুলো দেখা যাবে।