
কিছুদিন আগেই জুভেন্টাসের জার্সিতে ১০০ গোল করার মাইলফলক স্পর্শ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি তিন দেশের লিগে ১০০ গোল করার রেকর্ড গড়েছেন।
জাতীয় দলের জার্সিতেও রোনালদোর গোলের সেঞ্চুরি করেছেন। এবার ইতিহাস গড়ার অপেক্ষায় আছেন রোনালদো। জাতীয় দলের জার্সিতে আর মাত্র ৬টি গোল করতে পারলেই আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়বেন রোনালদো।
ইরানের কিংবদন্তি ফুটবলার আলি দাই জাতীয় দলের জার্সিতে ১০৯টি গোল করেছেন। অন্যদিকে রোনালদোর গোলসংখ্যা ১০৩টি। আর ৭টি গোল করলেই আলি দাইয়ের রেকর্ড ভেঙ্গে ইতিহাসে নাম লেখাবেন রোনালদো।
আসন্ন ইউরোতে এই রেকর্ড গড়ার সুযোগ রয়েছে রোনালদোর। আগামী ১১ জুন থেকে মাঠে গড়াবে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ। হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো মিশনে নামবে চ্যাম্পিয়ন পর্তুগাল। ‘ই’ গ্রুপে পর্তুগালের বাকি দুই প্রতিপক্ষে জার্মানি ও স্পেন।